আমাদের লক্ষ্য...

আল্লাহভীরু, কর্তব্যপরায়ণ সেবক, সংস্কারক ও অহিভিত্তিক আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

আমাদের বিভাগ সমূহ

নূরানী বিভাগ

  • ভর্তির বয়সসীমা : ৭-৮ বছর।
  • শিক্ষাকাল : ২ বছর।

এ বিভাগে

  • শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পর বিশেষ বিশেষ সূরা মুখস্থ করানো হয়।
  • ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদির প্রয়োজনীয় দোয়া ও মাসায়েল হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
  • সহজ পদ্ধতিতে বাংলা, গণিত, ইংরেজি শিক্ষাদান।
  • শিশুদের উপযোগী ও বিজ্ঞানভিত্তিক নুরানী কারিকুলাম।

প্রাইমারী/ইবতেদায়ী বিভাগ

  • ভর্তির বয়সসীমা : ৭-৮ বছর।
  • শিক্ষাকাল : ৫ বছর।

এ বিভাগে

  • পাঁচ বছরে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাধারণ বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষাদান।
  • ইসলামী বিষয়গুলো নূরানী পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বসহকারে শিক্ষাদান।
  • প্রতিটি শিশুর কাছ থেকে নিয়মিত পাঠ আদায়।
  • শিশুদের প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগ ও কৌশলে পাঠ আদায়।
  • প্রাইমারী/ইবতেদায়ী বিভাগের মাধ্যম হলো বাংলা।