আমাদের লক্ষ্য...
আল্লাহভীরু, কর্তব্যপরায়ণ সেবক, সংস্কারক ও অহিভিত্তিক আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ
মাসিক ইসলামিক ম্যাগাজিন
ছাত্র সম্পর্কীয় জরুরী নীতিমালা
- একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কুরআন-হাদীসের সহীহ জ্ঞান অর্জন করে দ্বীনের একজন প্রকৃত খাদেম হওয়ার মানসিকতা নিয়ে নিয়মিত ছাত্র হওয়ার জন্য ভর্তি হতে হবে।
- মাদরাসার সকল আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা মেনে চলতে হবে। লেখা-পড়া ব্যতীত অন্য কোন ব্যস্ততা অবলম্বন করতে পারবে না।
- সকল কাজকর্ম ও আচার-আচরণে পূর্ণ সুন্নতের অনুসারি হতে হবে। সুন্নত পরিপন্থী কোন আচরণ অবলম্বন করা যাবে না।
- মাদরাসা কর্তৃক নির্ধারিত সুন্নতি পোষাক ব্যবহার করতে হবে।
- ছাত্রের অভিভাবক বা অভিভাবকের অনুমোদিত ব্যক্তি ছাড়া যে কেউ মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রের সাথে সাক্ষাৎ করতে পারবে না।
- অন্যের জিনিসপত্র মালিক বা শিক্ষকের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
- বিশেষ কোন কারণে ছুটির প্রয়োজন দেখা দিলে অভিভাবকের পক্ষ হতে ছুটির আবেদন পত্র অফিসে জমা দিয়ে ছুটি মঞ্জুর করাতে হবে।
- ইজতেমায়ী আমল যথা নামায, লেখা-পড়া, গোসল, ঘুম, খাওয়া, খেলাধুলা ও ব্যায়াম ইত্যাদি গুরুত্বের সাথে যথাসময়ে আদায় করতে হবে।
- পবিত্রতা ও পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সদা নিজে পবিত্র ও পরিচ্ছন্ন থাকবে এবং আশপাশ পবিত্র পরিচ্ছন্ন রাখবে। হাত-পায়ের নখ, মাথার চুল সুন্নত মত কাটবে।
- সর্বদা তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে সচেষ্ট থাকবে।
- ছোট বড় সকলকে আগে সালাম করে সম্মানজনক শব্দ দ্বারা সম্বোধন করবে। কখনো মিথ্যাবলা এবং অন্যের গীবত, শিকায়াত, পরনিন্দা ও চোগলখুরী করা যাবে না।
- মাদরাসার সকল শিক্ষকের প্রতি যথাযথ ভক্তি-শ্রদ্ধা ও আদব রক্ষা করে চলবে এবং তাদের কোন খেদমত করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করবে।
- মাদরাসার খাদেমদের সঙ্গে সদা স্বদ্ভাব প্রদর্শন করবে এবং সকল ছাত্রের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণ করবে, কোন অবস্থাতেই তাদের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হবে না।
- মাদরাসা কর্তৃক নির্ধারিত কোন আইন অমান্য করলে যথোচিত শাস্তি বা বহিস্কারাদেশ গ্রহণে বাধ্য থাকবে। এতে ছাত্র বা অভিভাবকের কোন আপত্তি করার সুযোগ থাকবে না।
- কোন ছাত্র ছুটি ছাড়া পূর্ণ একদিন ক্লাসে অনুপস্থিত থাকলে দরখাস্ত মঞ্জুর করে পরবর্তীতে ক্লাসে বসবে।
- কোন ‘তালিবুল ইলম’ মোবাইল ব্যবহার করতে পারবে না।
- নিজের কাছে অন্যের মোবাইল রাখতে পারবে না বা বহন করতে পারবে না।