আমাদের লক্ষ্য...
আল্লাহভীরু, কর্তব্যপরায়ণ সেবক, সংস্কারক ও অহিভিত্তিক আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ
মাসিক ইসলামিক ম্যাগাজিন
ভূমিকা...
শাশ্বত ইসলাম শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব কোন ধর্ম নয়, গণ্ডিবদ্ধ কোন সীমিত পরিসরের দিক নির্দেশনার নামও ইসলাম নয়। মানব জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের এক পূর্ণাঙ্গ হিদায়াত ও পথ নির্দেশনা এবং সার্বজনীন জীবন ধর্মের নাম ইসলাম। মানুষের জীবন পরিচালনায় সুখ সমৃদ্ধি, শান্তি নিরাপত্তা, কল্যাণ ও সফলতার প্রয়োজনীয় সকল জ্ঞান আল্লাহপাক শিক্ষা দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের এ এক অনন্য বৈশিষ্ট্য। তাই জাগতিক শান্তি সমৃদ্ধি থেকে পরকালীন মুক্তি পর্যন্ত সবই ইসলামের প্রতিশ্র“তি। এমনকি শুধু ইসলামের অনুসারীদেরই নয় বরং অমুসলিমসহ গোটা মানবজাতির কল্যাণ ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্য। এজন্য ইসলাম মুসলমানদেরকে সকল মানুষের কল্যাণ সাধনের নির্দেশ প্রদান করেছে। মানুষের দ্বারে দ্বারে আল্লাহর অনন্য সৃষ্টিসেবা পৌঁছে দেয়া মুসলমানদের কর্তব্য। বিচিত্র মাখলুকাতের মাধ্যমে যথার্থ সেবা গ্রহণ ও অন্যের নিকট প্রেরণকেও ইসলাম উৎসাহিত করেছে। সভ্যতা বিনির্মাণ, জগতের উন্নয়ন, মানবতা প্রতিষ্ঠা সবই মুমিনের বিস্তৃত কর্ম ময়দানের অন্তর্ভূক্ত। এক কথায় বলতে গেলে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীনের ইবাদত ও আত্মিক পরিশুদ্ধতা অর্জনের সাথে সাথে মানবীয় উৎকর্ষতা, প্রযুক্তির উন্নত ব্যবহার বিধি আয়ত্ব করার মাধ্যমে পরকালীন ও জাগতিক সমৃদ্ধি অর্জন ইসলামের মহান আদর্শ। মুসলিম জাতির গৌরবোজ্জ্বল অতীত সে কথাই প্রমাণ করে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় নেতৃত্ত্বের আসন গ্রহনের জন্য ইসলাম মুসলমানদেরকে উদ্ধুব্ধ করেছে। কিন্তু হায়! যে জাতির হাতে রচিত হয়েছিল বিশ্ব সভ্যতার অনবদ্য অবদানের সুদীর্ঘ ইতিহাস, সর্ব ক্ষেত্রে যারা ছিল এক সময় বিশে^র সেরা। আজ হারানো অতীত গৌরবই তাদের একমাত্র সম্বল। কিন্তু আমাদের সেই হারানো অতীত গৌরব পুণরুদ্ধারে সচেষ্ট হতে হবে। তাই আমরা চাই না হাজার বছর পর বৃটিশ প্রবর্তিত এমন শিক্ষা ব্যবস্থার আধিপত্য, যেখানে আল্লাহর ভীতি, পরকাল ও কুরআন হাদীস ভিত্তিক আইন একবারেই অনুপস্থিত। বরং আমরা চাই কুরআন হাদীসের আলোকে জাতির শিক্ষা পরকালমুখী করে তুলতে। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন!